ঈদের দিনই কুরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ফেনী পৌরসভা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার দিনে সৃষ্ট কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে ফেনী পৌরসভা। তারা ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু করে পরবর্তী ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের বর্জ্য অপসারণ সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার (৬ জুন) ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “আমরা চাই ফেনী শহর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত থেকে ঈদ উদ্‌যাপন করতে পারে। এজন্য সময়সীমা নির্ধারণ করে দ্রুততম সময়ে কুরবানির বর্জ্য অপসারণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের ১৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের দিন সকাল থেকে কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার করে বর্জ্য সংগ্রহের ব্যাগ বিতরণ করা হয়েছে, যাতে নাগরিকরা সহজে বর্জ্য সঠিক স্থানে রাখতে পারেন। এছাড়া বর্জ্য পরিবহনের জন্য পিকআপ ভ্যান ও ট্রাক ভাড়া করা হয়েছে। প্রশাসন বলছে, নির্ধারিত সময়মতো বর্জ্য ডাম্পিং জোনে পৌঁছে দেবে এই উদ্যোগ। 

পৌর প্রশাসক বলেন, ‘শুধু পৌরসভার প্রচেষ্টাই যথেষ্ট নয়, শহরের নাগরিকদেরও সচেতন হওয়া প্রয়োজন। সবাই মিলে কাজ করলে ফেনী শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।’

এ পরিকল্পনার মাধ্যমে ফেনী পৌরসভা কুরবানির পর স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!