লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেলেন নারী ও শিশুসহ পাঁচ যাত্রী
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেলেন নারী ও শিশুসহ পাঁচ যাত্রী  © ভিডিও থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সদরঘাটে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ঢলে পুরো ঘাটজুড়ে যেন সৃষ্টি হয়েছে এক বিশৃঙ্খল পরিস্থিতি। এমন ব্যস্ততার মাঝেই লঞ্চে ওঠার সময় হুড়োহুড়িতে বুড়িগঙ্গা নদীর পানিতে পড়ে গেলেন নারী ও শিশুসহ পাঁচ যাত্রী।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। তবে নদীতে পড়ে যাওয়া পাঁচজনই প্রাণে বেঁচে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদযাত্রার তীব্র চাপ আর গাদাগাদি ভিড়ের মধ্যে লঞ্চে ওঠার সময় সামান্য অসতর্কতায় তারা নদীতে পড়ে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার পরপরই কয়েকজন সাহসী যুবক নদীতে ঝাঁপিয়ে পড়ে দ্রুততার সঙ্গে যাত্রীদের উদ্ধার করেন। কেউ পানিতে ভেসে যাচ্ছিলেন, কেউ আবার রশি ধরে বাঁচার চেষ্টা করছিলেন—তবে শেষ পর্যন্ত সবাই নিরাপদে তীরে ফিরতে পেরেছেন। ঘাটের সিঁড়ি ও লঞ্চের রশির সহায়তায় পরে অন্যান্যরাও উদ্ধার কাজে অংশ নেন।

পানিতে পড়ে যাওয়া যাত্রীদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সবাই সুস্থ আছেন এবং প্রাথমিকভাবে চিকিৎসার প্রয়োজন হয়নি। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং যাত্রীরা পুনরায় লঞ্চে উঠতে শুরু করেন।

ঘটনার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিংবা নৌ-পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence