ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

মোহাম্মদ নিঝুম
মোহাম্মদ নিঝুম  © সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ নিঝুম (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক হাইওয়ে সড়কের দাগনভূঞার পাকিস্তান বাজার অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা মোহাম্মদ ফাহিম (১৭) নামে আরও একজন আহত হয়। 

জানা গেছে, নিহত নিঝুম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাট এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে। সে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যায়নরত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে নিহত নিঝুম তার বন্ধু ফাহিমসহ দাগনভূঞা বাজার থেকে ফেনী যাওয়ার পথে পাকিস্তান বাজার নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার ডিভাইডারের পাশে ছিটকে পড়ে । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ার ঢাকা নেওয়ার পথে নিঝুমের মৃত্যু হয়। অন্যজনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। 

রিপাত নামের স্থানীয় একজন বলেন, আমি কাজ শেষে বের হওয়ার পর রাস্তায় দু’জনকে আহত অবস্থায় দেখি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক হাইওয়ে সড়কের দাগনভূঞার পাকিস্তান বাজার এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে মোটরসাইকেলটি উল্টে যায়। এ ঘটনায় দুজনকে আহত অবস্থায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!