প্রতীকী ছবি © সংগৃহীত
বাসার ছাদ থেকে পড়ে আরিজ আব্দুল্লাহ (২) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (১ জুন) এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিজ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার আব্দুল কাদেরের ছেলে।
রবিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ‘এখন টিভি’ এর সিনিয়র রিপোর্টার মুজাহিদ।
ওই পোস্টে তিনি লেখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার আব্দুল কাদের ভাইয়ের দুই বছরের সন্তান আরিজ আব্দুল্লাহ বাসার ছাদ থেকে পড়ে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও লেখেন, এমন ঘটনা অনেক কম হলেও, বেখেয়ালে প্রতি বছর ১০ হাজার শিশু মারা যাচ্ছে। এমনকি বাথরুমের বালতির পানিতে ডুবেও মরছে শত শত। আল্লাহ নিষ্পাপ সন্তানদের তুমি ছাড়া হেফাজতের কেউ নেই।