সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

০৪ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০১:১৮ PM
নিহত মারিয়া ও তানিয়া

নিহত মারিয়া ও তানিয়া © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে দুই বোন নিহত হয়েছেন। শুক্রবার (৩০মে) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। শনিবার (৩১ মে) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।  

নিহতরা হলেন গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া(৮)। 

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দুইবোন খেলাধুলা করতে থাকে। পরে বিকাল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে সাঁতরে নদী পাড় হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ভেসে যায়।  শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ভেসে যায়। ফায়ারসার্ভিসের ডুবুরি দল ও  পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের লাশ পাই আমরা।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.খায়রুল আলম বলেন, ঘটনাস্থলে  পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে খবর পাওয়ার সাথে সাথে আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

পেশায় ‘প্রকাশক’ জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোট…
  • ০২ জানুয়ারি ২০২৬
টিএসসিতে ছাত্রদলের মিলাদ মাহফিল শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের আগুনঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারল না ঢাকা ক্যাপিটালস
  • ০২ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগে দেবে কর্ণফুলী গ্রুপ, বয়স…
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ, দুদিন পর যুবকের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
খুনিদের আইনের আওতায় না আনলে সরকার পতনের আন্দোলন
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!