টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার
- টেকনাফ (কক্সবাজার) কন্ট্রিবিউটর
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৪১ PM
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে টেকনাফের মহেশখালীয়া পাড়ার মেরিন ড্রাইভের পূর্ব পাশের একটি হ্যাচারির সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে র্যাবের ডগ স্কোয়াডের সহায়তায় জঙ্গলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়।
পরে বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল (পাউডার) এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে এবং মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।