বেহাল সড়কে জমে ময়লা-পানি, ডুয়েট শিক্ষার্থীসহ পথচারীর ভোগান্তি
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১১:৪৫ AM
সামান্য বৃষ্টি হলেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় ক্যাম্পাসের সামনের রাস্তায় জমছে কাদা ও ময়লা পানি। এতে হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি রিকশা, মোটরসাইকেল কিংবা সাইকেলে চলাচল করতে গিয়েও হিমশিম খেতে হয়। ফলে ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
ডুয়েট দ্বিতীয় ক্যাম্পাসের বিজয়-২৪ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, রাস্তাটির বেহাল দশার কথা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উঁচু ও প্রশস্ত করার দাবি মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় এক দোকানি বলেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা তো বড় বড় গাড়িতে যাতায়াত করেন। তাঁদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা সাধারণ মানুষের, তাদের ভোগান্তি পোহাতে হয়।
আরও পড়ুন: মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা দিচ্ছে সরকার, সময় বাড়ল আবেদনের
সরেজমিনে দেখা যায়, রাস্তাটিতে ময়লা পানি জমে কর্দমাক্ত হয়ে আছে। কিছুটা নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেখানে এভাবে পানি জমে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আশেপাশের আবাসিক ও বানিজ্যিক ভবণের লাইনের বাড়তি পানিও রাস্তায় জমছে। এতে পথচারীদের বিকল্প পথে কিংবা কাদা-পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
এ বিষয়ে ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, ‘ছাত্ররা এ বিষয়ে আমাদের কাছে অনেকবারই অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমাধানের অনুরোধ করেছি। প্রশাসনের নির্দেশে আমাদের প্রকৌশল শাখা বিষয়টি সিটি কর্পোরেশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।’