রাজধানীর আকাশে ড্রোন শো, ফুটে উঠল শহীদ আবু সাঈদ ও মুগ্ধর চিত্র

রাতের আকাশে ভেসে ওঠে বাংলাদেশ ও সমসাময়িক নানা প্রতীক, বার্তা ও চিত্র
রাতের আকাশে ভেসে ওঠে বাংলাদেশ ও সমসাময়িক নানা প্রতীক, বার্তা ও চিত্র  © টিডিসি ফটো

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী ড্রোন ও লেজার শো। আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনের মানিক অ‌্যাভিনিউ এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। “নতুন বছর, নতুন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে আয়োজিত শোটি চীনা দূতাবাসের সৌজন্যে সবার জন্য উন্মুক্ত ছিল।

দিনভর উৎসবের অংশ হিসেবে বিকেল ৩টা থেকে শুরু হয় কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন, যার মূল আকর্ষণ ছিল সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়া চোখ ধাঁধানো ড্রোন শো। শতাধিক ড্রোনের মাধ্যমে রাতের আকাশে ভেসে ওঠে বাংলাদেশ ও সমসাময়িক নানা প্রতীক, বার্তা ও চিত্র।

ড্রোন শোতে সময়ের ধারাবাহিকতায় তুলে ধরা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আকাশজুড়ে দেখা যায় ‘২৪-এর বীর’-এর প্রতীক, খাঁচা ভেঙে উড়তে থাকা পায়রা, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রার্থনার বার্তা, এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা চিত্র।

শো-্এর মহড়াতেও ব্যাপক জনসমাগম ঘটে, যেখানে মানুষ মুগ্ধ হয়ে প্রত্যক্ষ করেন প্রতীকী ভঙ্গিতে বুক চিতিয়ে দাঁড়ানো এক আন্দোলনকারী আবু সাঈদের অবয়ব, হাতে পানির বোতল ধরে রাখা মুগ্ধ ছাত্র-জনতার প্রতিচ্ছবি, এবং গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা।

ড্রোন শো-তে প্রতীকীভাবে স্থান পায় ২০২৩ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জনসাধারণের আওয়াজ। বিশেষভাবে শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে চলমান ছাত্র-জনতার প্রতিবাদ আন্দোলনের প্রতিচ্ছবিও উঠে আসে আকাশে আঁকা আলোর রেখায়।

ব্যতিক্রমধর্মী আয়োজনটি শুধু নববর্ষ উদযাপনকেই নতুন মাত্রা দেয়নি, বরং এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সংগ্রামের প্রতীক হিসেবেও গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence