সিরাজগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, বিএনপির দুই নেতার পদ স্থগিত

জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস খতিয়ানের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মদিন মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বড়ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মদিন মোল্লা ওই গ্রামের মৃত সগির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুনাইল এলাকার প্রায় ১৯০ বিঘা খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপ—জাফর ও রাজ্জাকপন্থীদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার (১১ এপ্রিল) রাতে রাজ্জাক গ্রুপের অনুসারীরা প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ঘেরাও করে রাখে, এতে আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

পরদিন শনিবার সকালে রাজ্জাক গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে জাফরপন্থীদের বাড়িঘরে হামলা চালায়। এতে অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর হয় এবং মনোয়ারা বেগম, সেলিনা বেগম, জাইদুল, ফিরোজসহ অন্তত ১৫ জন আহত হন।

রবিবার সকালে আবারও সংঘর্ষ শুরু হলে মদিন মোল্লাকে তার বাড়ির সামনে পিটিয়ে হত্যা করা হয়। ওই সময় আরও পাঁচজন আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, "বিরোধটি দীর্ঘদিনের। শনিবার ও রবিবার দুইদিনে একাধিক দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এদিকে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রুপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সেখের দলীয় পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

তবে এখানেই শেষ নয়—অভিযোগ রয়েছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সেখ ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইনজাজাম সেখের বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঘটনার তদন্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence