প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ PM
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন © টিডিসি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনিয়ম ও প্রশ্ন ফাঁসের গভীর অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে পরীক্ষা অবিলম্বে বাতিল এবং স্বচ্ছ পদ্ধতিতে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে গাইবান্ধায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার প্রেসক্লাবের সামনে শহরের কাছারি বাজার এলাকায় সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ‘সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ, গাইবান্ধা’-এর ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গাইবান্ধাসহ সারা দেশে এই পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও সংগঠিত অনিয়মের প্রমাণ মিলেছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অসৎ উপায়ে পরীক্ষা দেওয়া ব্যক্তিদের কাছে প্রকৃত মেধাবীরা পরাজিত হবেন, যা জাতির ভবিষ্যতের জন্য ভয়ানক হুমকি। তাই অবিলম্বে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দ্রুততার সঙ্গে আবার নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানান।

বক্তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বতন্ত্র ও স্বাধীন কমিটির তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া, সকল সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় কেন্দ্রীভূতভাবে আয়োজন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আধুনিক ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া এবং যেসব প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁসের রেকর্ড রয়েছে, তাদেরকে কোনোমতেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া।

এ ছাড়া বক্তারা জোর দাবি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 

গত ৯ জানুয়ারি বিকেলে দেশের ৬১ জেলায় একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গাইবান্ধা জেলায় পরীক্ষা শুরুর আগেই অভিযোগ ওঠে অনিয়মের। পুলিশ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ডিভাইসসহ অনিয়মের অভিযোগে ওই জেলায় ৫১ জনকে আটক করা হয়েছে। গাইবান্ধার ৭ উপজেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জনের আবেদন থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ২২ হাজার ১৫৭ জন। প্রায় ৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা অনিয়মের গুঞ্জনকে আরও শক্তিশালী করে।

পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9