রাঙ্গামাটিতে ভিডিপি সদস্যদের মধ্যে বৈসাবী উপহারসামগ্রী বিতরণ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১৬ PM

বৈসাবী ১৪৩২ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার ৩ হাজার ৪৮ জন ভাতাভোগী ভিডিপি সদস্যের মধ্যে বৈসাবী উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয় প্রাঙ্গণে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মধ্যে বৈসাবী উপহারসামগ্রী বিতরণ করেন ঘাগড়া আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাস পিভিএমএস।
এ সময় রাঙ্গামটি জেলার জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন, বিপিএমসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা আনসার, ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে ঘাগড়া আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো তৃণমূলে কর্মরত ৩ হাজার ৪৮ জন ভাতাভোগী আনসার, ভিডিপি, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মধ্যে বৈসাবি উপলক্ষে তাদের এই উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল এক কেজি, মুড়ি এক কেজি, চিড়া এক কেজি, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস এক প্যাকেট, সয়াবিন তেল এক লিটার, ফিরনি মিক্স এক প্যাকেট ও চিনি এক কেজি।