পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা

১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM
১১টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ২৮ বস্তা ভর্তি টাকা

১১টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ২৮ বস্তা ভর্তি টাকা © সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই যেন ঘটে কোনো বিস্ময়কর ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১২ এপ্রিল শনিবার সকালে মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হলে বেরিয়ে আসে ২৮ বস্তা ভর্তি টাকা। সকাল ৭টা থেকেই শুরু হয় টাকার বস্তাগুলো গণনার কাজ, যা দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসীসহ আগ্রহী মুসল্লিরা।

প্রতিবারের মতো এবারও দানবাক্স খোলার মুহূর্ত ছিল রীতিমতো এক উৎসবমুখর পরিবেশ। জানা গেছে, এবার রমজান মাসের কারণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাড়তি একটি টিনের বাক্স যোগ করা হয়েছিল। সেই অতিরিক্ত বাক্সসহ ১১টি বাক্স থেকে উঠেছে এই বিপুল পরিমাণ অর্থ।

গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ পরিচালনা কমিটি, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদরাসার ছাত্র, রূপালী ব্যাংকের প্রায় ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী। সব মিলিয়ে ৩২০ জনের বেশি মানুষ এই কাজে নিযুক্ত রয়েছেন। সার্বিক নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

এই গণনার কাজ শেষ হতে সময় লাগবে একাধিক দিন, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতো বিপুল পরিমাণ টাকা যেহেতু এসেছে সাধারণ মানুষের দান থেকে, তাই প্রতিটি পয়সা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে গণনা করা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল, সেসময় সংগ্রহ হয়েছিল প্রায় ৮ কোটি ২১ লাখ টাকার মতো। এবার সেই অঙ্কও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন মসজিদ কমিটির সদস্যরা।

পাগলা মসজিদের দান নিয়ে বরাবরই রয়েছে নানা কৌতূহল। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন এখানে দান করে থাকেন, এবং অনেকেই বিশ্বাস করেন—এই মসজিদে দান করলে মনের ইচ্ছা পূরণ হয়। এই বিশ্বাস ও ভক্তির কারণেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ।

দানের টাকাগুলো কেবল মসজিদের জন্যই নয়, বরং এর মাধ্যমে চলছে মাদ্রাসা, এতিমখানা ও ইসলামি কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজ। বর্তমানে ছয়তলা বিশিষ্ট এক বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলমান রয়েছে, যার ব্যয়ভারও বহন করছে এই দানের অর্থ।

বিশেষজ্ঞরা বলছেন, পাগলা মসজিদ এখন কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি হয়ে উঠেছে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। দেশের অন্যান্য মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানগুলোও পাগলা মসজিদের এই প্রক্রিয়াকে অনুসরণ করতে পারে স্বচ্ছতা ও স্বনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে।

সচরাচর প্রতি তিন থেকে চার মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দেখা যায় বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে পাগলা মসজিদ দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9