ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবি, যুবকের মরদেহ উদ্ধার

  © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ঈদের দ্বিতীয় দিন ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় জামাল শরীফের (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল)সকাল ৮ টায় বুড়াগৌড়াঙ্গ নদিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল ৫টার দিকে গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ওই যুবক নিখোঁজ হন। জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো জামালের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

গ্রাম পুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, আমরা নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। নদীর গভীরতা ও রাত হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। রাত হওয়ায়  উদ্ধারকাজ চালানো সম্ভব না। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। তিনি আরও জানান, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence