জুমাতুল বিদা, ফেনীর জহিরিয়া মসজিদে মুসল্লিদের ঢল
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০২:১৫ PM

আজ মাহে রমজানের শেষ জুমা, যা ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। পবিত্র এদিনে মুসল্লিরা বিশেষ ইবাদত ও দোয়ার মাধ্যমে রমজান মাসকে বিদায় জানানোর চেষ্টা করেন। দেশের অন্যান্য স্থানের মতো ফেনীতেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই ফেনীর শহীদুল্লা কায়সার রোডে ঐতিহ্যবাহী জহিরিয়া মসজিদে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর ও আশপাশের এলাকায় জায়গা সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ পড়তে দেখা যায় অনেককে। অন্যরকম উৎসাহ-উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসেন শিশু-কিশোররাও।
এদিকে ফেনী শহরের বড় মসজিদসহ অন্য মসজিদগুলোয় একই চিত্র দেখা গেছে। আলিম, ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার চেষ্টা করব: মাভাবিপ্রবি উপাচার্য
ইমাম খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব তুলে ধরে বলেন, রমজানের শেষ জুমার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবা করা উচিত। কোরআন ও হাদিসে জুমার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
মসজিদে আসা মুসল্লিরা জানান, রমজানের শেষ জুমায় অংশ নিতে পারা বিশেষ সৌভাগ্যের বিষয়। তারা কামনা করেন, আল্লাহ যেন তাদের ইবাদত কবুল করেন এবং সবার জন্য রহমতের দরজা উন্মুক্ত করেন।
নুর নবী নামের এক প্রবীণ মুসল্লি আবেগাপ্লুত কণ্ঠে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা জানি না, আগামী বছর আরেকটি রমজান পাব কি না। তাই এই শেষ জুমায় দোয়া করেছি, যেন আল্লাহ আমাদের সুস্থ ও নিরাপদ রাখেন, আর পরবর্তী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন।’
আরও পড়ুন: বুয়েটের নবীন শিক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, ক্লাস শুরুর তারিখ ঘোষণা
আশিকুর রহমান নামের আরেক মুসল্লি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুমাতুল বিদার দিন সব সময়ই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা জানি, এই দিনের দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তাই আমি আমার পরিবার, সমাজ ও দেশের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সকল মুসলিম উম্মাহর কল্যাণ করেন এবং এই পবিত্র মাসের শিক্ষাকে আমাদের জীবনে স্থায়ীভাবে ধারণ করার তৌফিক দেন।’
মাহমুদুল হাসান নামের অপর এক মুসল্লি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজকের দিনে আমি বিশেষভাবে দোয়া করেছি, যেন আমাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের শৃঙ্খলা, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। আমরা যদি এই শিক্ষাকে কাজে লাগাই, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই শক্তি দান করুন।’