টুঙ্গিপাড়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা, খুশি বিক্রেতারা

ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা
ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা  © সংগৃহীত

ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের ব্যবসায়ীরা। ক্রেতাদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে, এবার ভালো বিক্রি হচ্ছে। এবারের ঈদে হালকা-পাতলা আরামদায়ক পোশাকের চাহিদা বেশি। 

শনিবার (২২ মার্চ) সরেজমিনে পাটগাতি বাজার ঘুরে দেখা গেছে, ইন্ডিয়ান কালেকশন ও পাকিস্তানি কালেকশন, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি,জামা, প্যান্ট, শার্টের চাহিদা বেশি। তবে কাপড় কেনার ক্ষেত্রে হালকা ও পাতলা বা যেগুলো গরমে আরামদায়ক সেসব পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক দেখা গেছে। ৫০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরন আর ডিজাইনের পোশাক। তবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, এবার ক্রেতা সমাগম বেশি থাকায় আশানুরুপ বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ক্রেতা সামাগম বেশি। তাছাড়া শনিবার স্থানীয় সাপ্তাহিক বাজারের দিন থাকায় এমনিতেই মার্কেটে ক্রেতা বেশি আসে।

এদিকে ক্রেতাদের কেউ কেউ পোশাকের বাড়তি দামের অভিযোগ করেছেন। তারা বলছেন, পাটগাতি বাজারে সব ধরনের পণ্য পাওয়ায় তারা এখানে আসেন। তবে বিক্রেতারা বাড়তি দাম চান। এজন্য দামাদামি করে কাপড় কিনতে হয়।

বাগেরহাটের চিতলমারি উপজেলা থেকে কেনাকাটা করতে আসা হাবিবুর রহমান বলেন, পাটগাতি বাজারের মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা ঈদ কেনাকাটা করতে আসেন, আমি আমার স্ত্রীর জন্য একটি শাড়ি, মেয়ের জন্য থ্রি পিস, ছেলেদের জন্য লুঙ্গি ও পাঞ্জাবি কিনেছি।পরিবারের সবার জন্য কমবেশি কেনাকাটা করে নিয়ে যাচ্ছি।

টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া থেকে আসা আসমা বেগম বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। দোকানদাররা দাম চায় বেশি। দামাদামি করে কাপড় কিনতে হয়। আবার অনেক দোকানেই একদর। সেসব দোকান থেকে কাপড় কিনতে সুবিধা৷ দোকানদাররা তো বিক্রি করার জন্য বসেছেন, তাই  দামাদামি করে কিনতে হচ্ছে।

বাজারের  ব্যবসায়ী মহসিন বলেন, এবার বিক্রি ভালো হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি অনেকটা বেড়েছে। ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে।

এদিকে ফুটপাতের আরেক ব্যবসায়ী আনন্দ মন্ডল বলেন, বিক্রি ভালো হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সতের হাজার টাকা বিক্রি করেছি। দাম কমই রাখছি, কারণ আমাদের বিক্রি বেশি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence