প্রেমের সর্ম্পকের জেরে বাড়ি ছাড়লেন কলেজ পড়ুয়া দুই ছাত্রী

তাদের চিঠি ও প্রতীকী ছবি
তাদের চিঠি ও প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

কলেজ পড়ুয়া দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত একবছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে বাড়ি ছাড়লেন তারা। এসময় তাদের নিজেদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুইজনই এবছর স্থানীয় দুইটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
 
দুই কিশোরীর পরিবারের লোকজন জানায়, দুজনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুইজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান-প্রদান হলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান।

পরবর্তীতে দুজনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। সেই থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হন তারা। পরে তারা দুইজনই আর বাড়ি ফিরেননি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘এর আগেও একবার এমন হয়েছিল। গতকাল থেকে তারা দুইজনই নিখোঁজ। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence