অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্গটনা কবলিত অ্যাম্বুলেন্স
দুর্গটনা কবলিত অ্যাম্বুলেন্স  © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নবীবনগরে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান।

নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২) ও সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মো. বাবলু (৫৫)।

আহতরা হলেন- বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। নিহত রত্না খাতুন আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

এ বিষয়ে  ওসি বাবলু রহমান খান বলেন, ‘অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি আসার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে.’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরপর অ্যাম্বুলেন্সচালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence