দ্বার কবে খুলবে শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের?

শহীদ জিয়া শিশু পার্ক
শহীদ জিয়া শিশু পার্ক  © ফাইল ফটো

সাত বছর ধরে বন্ধ রয়েছে রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় উন্নয়নের নামে ২০১৯ সালের জানুয়ারিতে বিজ্ঞপ্তি টাঙিয়ে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২৬ সালের শেষ দিকে পার্কটির কাজ সম্পন্ন হবে বলে জানায় পার্কটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আনিছুর রহমান।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৬ সালের শেষ দিকে পার্কের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রকল্প ব্যয় আগের মতোই রয়েছে। নতুন করে কোন ব্যয় বাড়ানো বা বাজেট বাড়ানো হয়নি। এ ছাড়াও নকশারও কোন পরিবর্তন হয়নি। তবে উন্নয়ন কাজ কতটুকুন হয়েছে জানাতে পারেননি পার্কটির প্রকল্প পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী।

এ ছাড়াও গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে পূর্বের নামে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৮ সালে পার্কটির নাম পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’ করে। 

সম্প্রতি শহীদ জিয়া শিশু পার্ক ঘুরে দেখা যায়, এর চারপাশে উঁচু বেড়া। সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারছে না। যদিও প্রতিদিন অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে আসছেন। কিন্তু পার্কে বেড়া দেখে মনোকষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন। অভিভাবকদের কেউ কেউ জানান, তারা জানেন না পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ বলেন, ‘বারবারই ভুলে চলে আসি। কারণ ঢাকার মধ্যে সবচেয়ে ভালো পার্ক ছিল শহিদ জিয়া শিশুপার্কটি।’ 

এ ছাড়াও পার্কটির ভেতরে শেখ মুজিবের ভাস্কর্যসহ দুটি ভাস্কর্য ঘিরে বিশ্বাল দৈর্ঘ্যের ‘এস’ আকারের ফোয়ারা, নানা ধরনের উঁচু-নিচু স্থাপনা ভাঙা অবস্থায় পড়ে আছে। পার্কটি ২০১৯ সালের আগে সবুজ গাছপালায় ভরা ছিল। তবে এখন গাছপালাশূন্য। শহীদ জিয়া শিশুপার্কের কোনো রাইড, স্থাপনা ভেতরে দেখা যায়নি। তবে উত্তর পাশে ভাঙা গেটের পাশে মরিচাপড়া একটি হরিণের ম্যুরাল চোখে পড়ে। পূর্বদিকে একটি ভাঙাচোরা রাউন্ড রাইডের চিহ্ন পড়ে আছে। 

জানা গেছে, একসময় শাহবাগের শিশু পার্কটি ছিল রাজধানীর শিশু-কিশোরদের বেড়ানো ও বিনোদনের জন্য আকর্ষণীয় এক স্থান। ঢাকার বাইরের বাসিন্দারাও রাজধানীতে এলে শিশুকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেত। নাগরদোলা, ঘোড়া, উড়োজাহাজ, রেলগাড়িসহ এখানকার রাইডগুলো শিশুদের আনন্দ দিয়েছে দীর্ঘদিন। শিশু পার্কটি আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে প্রায় সাত বছর ধরে।

২০১৯ সালের জানুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পের কাজ চলাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পার্কটি সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। 

শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় ৭৮ কোটি টাকা, পরে ২০২০ সালের মে মাসে শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার পর এ ব্যয় বেড়ে ৬০৩ কোটি ৮১ লাখ টাকা হয়। 

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে ওই শিশুপার্কে তাদের অংশের (পার্কিং) কাজ বন্ধ রয়েছে। প্রায় ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। পার্কিংয়ের যে ছাদ রয়েছে সেখানে নিশ্চয় কোনো রাইড বসানো সম্ভব হবে না। পাশের জায়গায় শিশুপার্কের জন্য রাইড বসাতে হবে। তাছাড়া আমরা যেহেতু শিশুপার্ক নির্মাণে সম্পৃক্ত নয়, সে কারণেই বিস্তারিত বলতে পারছি না। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আনিছুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৬ সালের শেষ দিকে পার্কের কাজ শেষ হবে। আর ২০২৭ সালের শুরুতেই পার্কটি খুলে দিতে পারবে কর্তৃপক্ষ।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence