জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২

১১ পদে ৪২ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় ক্রীড়া পরিষদে
১১ পদে ৪২ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় ক্রীড়া পরিষদে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি ১১ পদে ৪২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় ক্রীড়া পরিষদ;

১. পদের নাম: সেক্রেটারি/প্রশাসনিক কর্মকর্তা (ফেডারেশন);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২২০০০—৫৩০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৫১৫

২. প্রশিক্ষক;

পদসংখ্যা: ২৬টি;

বেতন স্কেল: ১৬০০০—৩৮৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৩. আলোকচিত্র শিল্পী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬০০০—৩৮৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*আলোকচিত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৪. ইনস্ট্রাক্টর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২৫০০—৩০২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: শারীরিক শিক্ষা ও খেলাধূলায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ২৫০০০-৩০০০০ বেতনে ১০ কর্মী নেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাসেই

৫. ইনস্ট্রাক্টেস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২৫০০—৩০২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: শারীরিক শিক্ষা ও খেলাধূলায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৬. সাঁটলিপিকার;

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১১০০০—২৬৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*টাইপের গতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৬

৭. স্টোরকিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০২০০—২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৮. কম্পাউন্ডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০২০০—২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট;

৯. প্রচার সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন এসএসসি পাসেই

১০. প্রুফরিডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

১১. কার্যসহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯৩০০—২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮ থেকে ৩২ বছর ( ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন ফরম ডাউনলোড যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;

আবেদন যেভাবে—

প্রার্থীদের ফরম পূরণের পর সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা ১০০০ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ