শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৫১৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন। সংস্থাটি দেশের ৮ বিভাগে মাইক্রোফিন্যান্স, হেলথ ও ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামে ৫১৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন;
১. পদের নাম: মাইক্রোফিন্যান্স অফিসার;
পদসংখ্যা: ৪০০টি
প্রোগ্রামের নাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম;
বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ২৫,৫০০ টাকা। মোটরসাইকেল চালালে অতিরিক্ত ২,৫০০ টাকা প্রতি মাসে প্রাপ্য হবেন। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসে ৪,০০০ টাকা ইনসেনটিভ এবং ৩,০০০ টাকা অ্যালাউন্স বাবদ প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে;
বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: ৫০ কর্মী নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন এসএসসি পাসেই
২. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট;
পদসংখ্যা: ৮০টি;
প্রোগ্রামের নাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম;
বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২২,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ২৬,৫০০ টাকা। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসে ৩,০০০ টাকা অ্যালাউন্স বাবদ প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্টে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক;
পদসংখ্যা: ৩০টি;
প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম;
বেতন: ১৬,২০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে; অথবা,
*২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে;
*ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
আরও পড়ুন: ৫০০০০ বেতনে আহ্ছানিয়া মিশনে চাকরি, আবেদন অনলাইনে
৪. পদের নাম: মালি;
পদসংখ্যা: ৫টি;
প্রোগ্রামের নাম: ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম;
বেতন: ১৮,০০০—২২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*রোড মিডিয়ানের গাছ ও রাস্তার পাশের রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে;
বয়স: ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*১ ও ২ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ি এলাকায় অবস্থিত শাখায় কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০ টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে;
*সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী);
*বৈশাখী ভাতাসহ বছরে দুটি উৎসব বোনাস;
*চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা;
*নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস;
*পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন;
*কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ;
*নারী কর্মীদের জন্য মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা;
আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন অনলাইনে
শর্ত—
১,২ ও ৩ নম্বর পদের জন্য জামানত হিসেবে ১৫,০০০ টাকা সংস্থায় জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে;
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর–৪, রোড নম্বর–১ (মেইন রোড), ব্লক–এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।