বন্ধ হচ্ছে বইমেলা

  © ফাইল ফটো

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই লকডাউনে বইমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বাবু গণমাধ্যমকে শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানান।


এর আগে বইমেলা আয়োজক প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সোমবার থেকে লকডাউন দেওয়া হচ্ছে, এটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখনো সরকারের কোনো সিদ্ধান্তের চিঠি আমাদের হাতে আসেনি। আমি সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। লকডাউনের চিঠি আমাদের হাতে এখনো আসেনি। লকডাউনে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে— সেটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি বইমেলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে বইমেলা বন্ধ থাকবে। লকডাউনে সরকার যদি বইমেলা খোলা রাখতে বলে, তবে আমরা খোলা রাখবো।’


সর্বশেষ সংবাদ