নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা

২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ AM

© ফাইল ফটো

এবার বাংলাদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক বইমেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। যাতে বিশ্বের ২৫টিরও বেশি দেশের অংশগ্রহণ থাকবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ২০২০ সাল থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এ বইমেলা প্রতিবছর করারও পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নভেম্বরের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলা একাডেমির আয়োজনে সে সময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনও অনুষ্ঠিত হবে।

নভেম্বর মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠানের লক্ষ্যে এরইমধ্যে একটি কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সদস্য-সচিব হিসেবে থাকছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, ২২ থেকে ২৮ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে। একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বইমেলা বলতে যা বোঝায়, এ মেলা তেমনই হবে। যাতে বাংলাদেশের প্রকাশনীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশকরা অংশ নেবেন। এর ফলে বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলাদেশের সাহিত্যের একটি মেলবন্ধন ঘটবে।’

‘বইমেলার পাশাপাশি বাংলা একাডেমি একই সময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও আয়োজন করবে। যাতে বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকরা অংশ নেবেন।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সহায়তা ও পরামর্শ চেয়েছে।

এ বিষয়ে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, এ বিষয়ে গত নভেম্বরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো বাংলাদেশকে এ আয়োজন করার জন্য।

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ মেলা আয়োজনের জন্য আন্তর্জাতিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের অনুমোদন চেয়ে আবেদন জানিয়েছিলো। এ সংস্থাটিই আন্তর্জাতিক বইমেলার জন্য দিন নির্দিষ্ট করে। তাদের কাছ থেকে ২২ থেকে ২৮ নভেম্বর তারিখটি পাওয়া গেছে এবং এর পর থেকে প্রতি বছর এ সময়েই এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে।

পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9