প্রকাশনা থেকে সেই লেখাটি প্রত্যাহার করে দুঃখপ্রকাশ ছাত্র সংবাদ কর্তৃপক্ষের

২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

সমালোচনার মুখে ‘ছাত্র সংবাদ’ নামে ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা থেকে সেই প্রবন্ধটি প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় প্রকাশনাটির সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

আজ বুধবার রাতে এক বিবৃতিতে এ দুঃখপ্রকাশ করে বলা হয়, ‘ছাত্র সংবাদ’ ডিসেম্বর ২০২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শিরোনামে প্রকাশিত একটি লেখার কয়েকটি লাইন নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হওয়ায় এই লেখাটি পত্রিকা থেকে প্রত্যাহার করে নেওয়া হলো। অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশিত এই লেখার জন্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে আমরা দুঃখপ্রকাশ করছি।

জানা গেছে, ‘ছাত্র সংবাদ’ নামে ছাত্রশিবিরের মাসিক প্রকাশনার ডিসেম্বর ২০২৪ সংখ্যায় ইতিহাস-গবেষক আহমেদ আফগানীর লেখা ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে তার লেখার একটা অংশে বলতে গিয়ে লিখেছেন— ‘সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিত ছিল। আল্লাহ তাদের ক্ষমা করুন।’ পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদও।

সমালোচনার মধ্যে বুধবার রাতে বিবৃতিতে ছাত্র সংবাদ কর্তৃপক্ষ বলছে, ঐতিহ্যগতভাবে 'ছাত্র সংবাদ' মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর-২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত 'যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি' শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

‘‘এ বিষয়ে 'ছাত্র সংবাদ'-এর পরিষ্কার বক্তব্য হচ্ছে— মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে 'ছাত্র সংবাদ' আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।’’

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশিবির সম্পর্কে ‘ছাত্র সংবাদ’ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সকল গণ-আন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
বদনজর কুরআন-হাদিসে প্রমাণিত, রয়েছে সুরক্ষা ও চিকিৎসার নির্দ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9