৩১ জানুয়ারির মধ্যে বই ছাপতে প্রেস মালিকদের সময় বেধে দিল এনসিটিবি

২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© টিডিসি ফটো

পাঠ্যবই ছাপতে সময় প্রেস মালিকদের সময় বেঁধে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ রবিবার (২২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি মো. রাব্বানী জাব্বার এবং সাধারণ সম্পাদক কাউসারুজ্জামান রুবেলের উপস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান।

এর আগে রবিবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে লিখিত আবেদনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ দাবি করেন, সকল বই শিক্ষার্থীদের হাতে দুলে দিতে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় লাগতে পারে। 

লিখিত আবেদনে তিনি আরও বলেন, ২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, দাখিল, প্রাক-প্রাথমিক, প্রাথমিক (৪র্থ ও ৫ম শ্রেণি), মাধ্যমিক (৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি), ভোকেশনাল, কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের চুক্তির মেয়ান ৫০ দিন বৃদ্ধি; ৫০% বই সরবরাহের সময় বিধান রহিতকরণ এবং ৩টি করে সরবরাহকৃত বই এর বিল প্রদানের দাবি জানান। 

লিখিত এই আবেদনের প্রতিবাদে এনসিটিবি তাৎক্ষণিক প্রেস মালিক সমিতিকে ডেকে বই পৌঁছানোর সময় বেধে দেয়। এনসিটিবির বেধে দেয়া সময় অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই পৌঁছাতে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও ২০২৫ সালের ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ টি বই এবং ২০ জানুয়ারির মধ্যে বাকি সব বই পৌঁছানোর নির্দেশনা দেয় প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে এনিসিটিবির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেস মালিকদের একজন সদস্য যে আবেদন দিয়েছেন, এটা কোনোভাবেই বিধিসম্মত নয়। আমরা গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সমন্বয়ে তদন্ত করেছি, পাঠ্যবই পৌঁছতে চুক্তি হওয়া সময়ের বেশি লাগবে না। তারা এখন শিক্ষা উপদেষ্টার কাছে লিখিত আবেদনের জন্য ক্ষমা চেয়েছে।

সংবাদ সম্মেলনে মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ বলেন, আমি লিখিত আবেদনের জন্য ক্ষমা চাই। কয়েকজন প্রেস মালিকের দাবির প্রেক্ষিতে আমি এ ধরনের আবেদন জমা দেই।

এসময় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি মো. রাব্বানী জাব্বার বলেন, শিক্ষা উপদেষ্টার কাছে লিখিত আবেদনের বিষয়ে আমি অবগত ছিলাম না। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ভুল বোঝাবুঝির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের কাজ আর কখনো হবে না এবং এনসিটিবির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে কাজ করছি। 

তবে লিখিত আবেদন দেয়ার কারণে সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি-না জানতে চাইলে, শিল্প সমিতির সভাপতি বলেন, এখানে ব্যবস্থা নেয়ার কোনো বিষয় আসছে না। ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা নিরসনের করে আমরা এনসিটিবির কাজ যথাসময়ে করতে চাই।

৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9