কিশোর-কিশোরীদের যুদ্ধের গল্পের বই স্নেহার ‘ভিনগ্রহী’

বই লামিয়া হান্নান স্নেহা
বই লামিয়া হান্নান স্নেহা  © টিডিসি ফটো

লামিয়া হান্নান স্নেহা, করোনা মহামারীর গৃহবন্দী সময়কে কাজে লাগিয়ে লিখেছেন সাইন্স ফিকশন ঘরনার বই ‘ভিনগ্রহী’। স্নেহা চলতি বছরের রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। স্নেহার লেখা ভিনগ্রহী বইটি প্রকাশিত হয়েছে এই বছরের বইমেলায়।

বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। অজানা জগতের একদল কিশোর-কিশোরীর যুদ্ধের গল্প নিয়েই সাজানো হয়েছে বইটি। হাজার বছরের রহস্যকে উন্মোচন এবং অপেক্ষার গল্প, মানুষের মত আকৃতির হলেও দানবের মত কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী এবং মানুষের অজান্তেই পৃথিবীর মানুষের সাথে যুক্ত ভিনগ্রহীদের নিয়ে ফিকশন ঘরনার বইটি পুলকিত করবে পাঠককে। গ্যালাক্সি এবং ব্ল্যাকহোল জগতের বাইরে নতুন ফিকশন এটি।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

বইটি সম্পর্কে লেখক জানান, করোনা মহামারীর গৃহবন্দী থাকা অবস্থায় বইটি লিখেছি। আমার ৬ মাস সময় লেগেছে বইটি লিখতে। আমার প্রথম প্রকাশিত বই এটি এবং বইটি যে সবার কাছে এত সারা ফেলছে, যা সত্যিই আমাকে অবাক করেছে। ভাইয়ার অনুপ্রেরণা আর সহযোগিতায় বইটি প্রকাশ করতে পেরেছি, ভবিষ্যতে আরও বই লিখার আশা রয়েছে।


সর্বশেষ সংবাদ