‘যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারছিলাম না’

১০ মার্চ ২০২১, ০৫:১৯ PM
ভাইরাল ভিডিও’র অংশ

ভাইরাল ভিডিও’র অংশ © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া বলেছেন, ‘আসলে যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারতে ছিলাম না, বেতটাও হাফ বেত, এক বিঘতের চেয়ে একটু বড় সাইজ। বেশি জোরে লাগে না। কিন্তু আমার অন্যায় হইছে, ওইভাবে মারা উচিত হয় নাই।’

চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক অ্যাকাডেমি নামের হাফেজি মাদ্রাসার আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এ কথা বলেন অভিযুক্ত ওই শিক্ষক। এ ঘটনার পর শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে মাদ্রসাটিতে এই মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার সকালে ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়।

তিনি গত তিন মাস ধরে ওই আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ওই ঘটনার বিষয়ে তিনি জানান নির্যাতনের ঘটনায় শিশুটির মা-বাবার কাছে তিনি মাফ চেয়েছেন।

মোহাম্মদ ইয়াহিয়া আরো বলেন, জন্মদিনে শিশুটির মা ছেলের জন্য মিষ্টি ও চকলেট নিয়ে এসেছিলেন। এমনকি তাকে (মোহাম্মদ ইয়াহিয়াকে) নাস্তা খাওয়ার জন্য মা দু’শ টাকাও দিয়েছিলেন। এরপর ছাত্রের মা যখন চলে যাচ্ছিলেন, সেসময় শিশুটি দৌড়ে মাদ্রাসার বাইরে বেরিয়ে রাঙ্গামাটি-হাটহাজারী চৌরাস্তায় চলে যায়।
শিশুটিকে ফিরিয়ে আনতে যেয়ে তিনি রেগে গিয়েছিলেন বলে জানান।

 

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬