বন্ধ ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট, প্রশাসনের তৎপরতায় পণ্ড

০৭ জুলাই ২০২১, ০৭:৪০ PM
শেকৃবিতে আয়োজিত টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন

শেকৃবিতে আয়োজিত টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন © ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বন্ধ ক্যাম্পসে আয়োজন করা হয়েছিল মিনি বার ফুটবল টুর্নামেন্ট। তবে কিছুক্ষণ খেলা চললেও শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, শেকৃবির কর্মচারী ও ক্যাম্পাসে অবস্থিত বস্তিতে বসবাসকারীদের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ১৬ দলের অংশগ্রহণে ওই টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ ছিল। এদিন বিকাল ৫টা থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়। পরবর্তীতে বিকাল ৬টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, করোনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলও নাকি সীমিত। এত কড়াকড়ি সত্ত্বেও বন্ধ ক্যাম্পাসে কিভাবে একটি টুর্নামেন্ট আয়োজন হয়।

পড়ুন: কঠোর লকডাউন, বন্ধ ক্যাম্পাস- তবুও ঢাবির হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কেককাটা

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ সুমন বলেন, খবর পাওয়া মাত্র আমরা সেখানে অভিযান চালিয়েছি। সেখান থেকে খেলার সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
  • ২২ জানুয়ারি ২০২৬
সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬