ইউজিসির ‘নির্দেশনার’ প্রতিবাদ বাকৃবি শিক্ষকদের

বাকৃবি শিক্ষকদের মানববন্ধন
বাকৃবি শিক্ষকদের মানববন্ধন  © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের জন্য নীতিমালা প্রণয়ন করে ‘নির্দেশিকা’ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।

আজ রোববার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে বাকৃবির প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় মানববন্ধনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, নীল দলের আহবায়ক অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব ও বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ