ইন্টার্নশিপে ভারত যাচ্ছেন বাকৃবির ১৪৪ শিক্ষার্থী

২৫ জুলাই ২০১৯, ০৫:৫২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের ১৭তম ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়। ইন্টার্নশিপের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ।

এ বছর ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪জন ভেটেরিনারিয়ান ওই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন। ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটির অধীনে একমাস ব্যাপী ইন্টার্নশিপ করবেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা আমিন রুনা বলেন, ছয়মাস ব্যাপী এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা গবাদিপশু-পাখি ও চিড়িয়াখানার পশুপাখিদের সঠিকভাবে ডায়াগনোসিস, ভ্যাকসিন প্রদানসহ সঠিক চিকিৎসা প্রদানে দক্ষতা অর্জন করবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ বলেন, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক। কোন রোগের প্রকৃত সমস্যা জেনে তারপর চিকিৎসা প্রদান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে। ইন্টার্নশিপের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল কাদের।

এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬