বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ইন্টার্নশিপের সমাপনী

২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মাৎস্য বিজ্ঞান অনুষদ

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মাৎস্য বিজ্ঞান অনুষদ © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ইন্টার্নশিপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী আয়োজিত ইন্টার্নশিপে মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের (২০১৯-২০ সেশন) মোট ১০৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

২৬ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মাৎস্য বিজ্ঞান অনুষদ। 

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ফিশারিজ ম্যানেজনেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ও ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট কমিটির কো-অর্ডিনেটর ড. মো. আলী রেজা ফারুক। এ সময় তিনি ইন্টার্নশিপের বিভিন্ন স্থান, সেগুলোতে শিক্ষার্থীদের পাঠানোর প্রয়োজনীয়তা ও মৎস্য ক্ষেত্রকে উন্নয়নের জন্য ইন্টার্নশিপ ও এই শিক্ষার্থীদের অবদান নিয়ে আলোচনা করেন।

ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা মাঠপর্যায়ের যেসব কার্যক্রমে যুক্ত হয়েছিলেন, সেগুলোর বিষয়ে উপস্থাপনা করেন ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. তাসলিমা খানম। এরপর ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীরা তাদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীদের মধ্যে স্নাতকের ফলাফলের ভিত্তিতে তিনজনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হাসিবুল হাসান বিজয়, মো. শাখাওয়াত হোসেন ও মোছা. রাফিয়াতুল জান্নাত রিফা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্যে এটি একটি নতুন মাত্রা যুক্ত হলো। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশে নয়, তারা সারা বিশ্বে নেতৃত্ব দিবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াসে আগামী বছর থেকেই এ অনুষদের শিক্ষার্থীরা দেশের বাইরে ইন্টার্নি করতে যাবে বলে আশা রাখছি। এ বিষয়ে কাজও চলমান রয়েছে বলে জেনেছি। এর মাধ্যমে শুধু দেশের মৎস্য সম্পদ ও সম্ভাবনা নয়, অন্যান্য দেশের বিষয়েও ধারণা পাবেন। দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ অবদান রাখবে। আমাদের যেন এমন না করতে হয় যে ইলিশ মাছের চাহিদা পাঙ্গাস দিয়ে পূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শুধু বিসিএস নিয়ে পড়ে থাকবে না। তারা সারা বিশ্বে নেতৃত্ব দেবে। তাদের আন্দোলন হবে বুদ্ধিবৃত্তিক ও নিয়মতান্ত্রিক। নিজের অধিকার আদায়ে রেল আটকিয়ে যাত্রীদের বিরক্ত করা ঠিক না। আমি আশা করব তারা জনদুর্ভোগ সৃষ্টি করবে না।’

১৪ সালে সাজানো নির্বাচন ছিলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9