বাকৃবিতে টানা ১৮ দিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ, সেশন জটের শঙ্কা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কার্যক্রম ১৮ দিন ধরে বন্ধ। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সেশন জটের আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টানা ১৮ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

জানা যায়, ক্লাস পরীক্ষা আবার চালুর বিষয়ে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে আলোচনা, বিভিন্ন সময়ে ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসলেও তা কোনো ফলপ্রসূ সমাধান হয়‌নি।

কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন বলেন, কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা অত্যন্ত দুঃখজনক, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের দাবিগুলো গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা যেমন প্রয়োজন, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সেশন জটের আশঙ্কা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে চাকরি জীবনে বিড়ম্বনা সৃষ্টি করবে। আশা করি, প্রশাসন দ্রুত এ সংকটের সমাধান করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আবার শুরু করবে।’

আরও পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ভাঙার গুঞ্জন, আছে সংশয়ও

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আফছানা মৌ বলেন, ‘করোনার সময় একাডেমিক বিরতির কারণে আমরা এক বছরের বেশি সময় ধরে পিছিয়ে আছি। এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। এভাবে সেশন দীর্ঘ করা কোনোভাবেই যৌক্তিক নয়। আমরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে চাই এবং পরীক্ষা দিতে চাই। প্রশাসন যেন দ্রুত এ বিষয়ে সমাধান করে।’

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার জন্য শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলমান। অ্যাকাডেমিক সেশন জট যাতে তৈরি না হয় এবং কীভাবে দ্রুত সেমিস্টার শেষ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা চাই না শিক্ষার্থীরা দীর্ঘ সেমিস্টারের বিড়ম্বনায় পড়ুক। উদ্ভূত সংকট সমাধান করে প্রশাসন বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে ইতিবাচক। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে জানানো হবে।’

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9