শেকৃবিতে ভালোবাসা দিবসে সিঙ্গেলদের ব্যাতিক্রমী উদযাপন

 শেকৃবিতে ভালোবাসা দিবসে সিঙ্গেলদের ব্যাতিক্রমী উদযাপন
শেকৃবিতে ভালোবাসা দিবসে সিঙ্গেলদের ব্যাতিক্রমী উদযাপন

ভালোবাসা দিবসে যখন সারাবিশ্বের মানুষ মেতে উঠেছে ঠিক তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যলয়ের (শেকৃবি) সিঙ্গেলদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ব ভালবাসা দিবসে অনুষ্ঠিত হয়ে গেল গতানুগতিক প্রেম বিরোধী ব্যাতিক্রমধর্মী এক মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

‘ও ছেলে তুমি তোমার মত বাঁচো, প্রেমিকার কথায় কেন পুতুলের মত নাচ’, ‘একা আছি ভাল আছি, নিজেই নিজেকে ভালোবাসি’, ‘আমার আছে ওর নেই এসব দেখার সময় নাই’, ‘সিঙ্গেলরা আসছে কাপলরা সব কাঁপছে’- এমন সব স্লোগানে প্রেম বঞ্চিত বিদ্রোহী সিঙ্গেলরা মুখরিত করে তোলে শেকৃবি ক্যাম্পাস। ১৪ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে দুপুর ১টা ৩০ মিনিটে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা পতাকা স্যান্ড থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন দিয়ে মাঠসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হতাশার মোড়ে এসে সমাপ্ত হয়। উক্ত মিছিলে সিঙ্গেলরা ভালোবাসা বিরোধী স্লোগানের পাশাপাশি বিভিন্ন রঙ্গের ব্যানার প্লেকার্ড বহন করে। গতানুগতিক একটি দিন কেন্দ্রীক কৃত্তিম ভালোবাসার প্রতিবাদেই বিশ্ব ভালোবাসা দিবসে এমন অভিনব কর্মসূচি পালন করেছে বলে দাবি বিদ্রোহী সিঙ্গেলদের।

মিছিলে অংশ গ্রহণকারী ও আয়োজক কমিটির উদ্দ্যোগতা মশিউর, উজ্জল, মেহেদী, হিমুসহ মিছিলে অংশ নেয়া সিঙ্গেল শিক্ষার্থীরা জানায়, প্রতি মুহূর্তে মানুষ মানুষকে ভালোবাসে। ভালোবাসা শুধু একদিনের জন্য নয়। দিবস কেন্দ্রিক ভালোবাসা মূলত ভালোবাসাকে সংকুচিত করে। ভালোবাসা দিবসের নামে বাবা-মাসহ পরিবারকে ধোকা দিয়ে বর্তমান তথাকথিত কাপলরা যে অসামাজিক কার্যকলাপ এ লিপ্ত হয় তা মূলত প্রকৃত ভালোবাসার পরিপন্থি। ভালোবাসা দিবসে এরকম অসামাজিক কার্যকলাপকে বর্জন করা আমাদের আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতি বছর এইদিনে আমাদের ক্যাম্পাসের এগ্রোনোমি মাঠ থেকে শুরু করে হর্টিকালচার ফার্ম সবজায়গায় প্রেমিক-প্রেমিকাদের মেলা বসে। আর তাদের এমন লুতুপুতু প্রেম দেখে বিপদগামী হচ্ছে অনেক নিরীহ সিঙ্গেলরা। এরপর বিশ্ববিদ্যালয়ের পতাকা স্যান্ড এ সমাপনী বক্তব্যের মাধ্যমে সিঙ্গেল স্কোয়াড এর কর্মসূচি শেষ করা হয়।

অন্যদিকে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিক যুগলদের রসায়ন জমে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, এগ্রোনমিক গবেষণা মাঠ, হর্টিকালচার ফার্ম, প্যারিস রোড, অক্সফোর্ড রোড, সাউ ফরেস্ট, আম তলা, রোভার্স চত্বর, শহীদ মিনারের পাদদেশ, পদ্ম পুকুরসহ বিভিন্ন রাস্তার মোড়ে বাহারি সাজে সজ্জিত প্রেমিক-প্রেমিকারা দিনকে উপভোগ করছে। দিনটিকে প্রেমিকযুগল নানাভাবে উপভোগ করছেন, কেউ বাচনিক ভঙ্গীতে কেউবা আবার অবাচনিক মুচকি মিষ্টি হাসিতে, অভিপ্রায় ব্যক্ত করছে হাতে হাত রেখে নতুন করে জীবনের বাকি পথটুটু এক সঙ্গে উপভোগ্য করে তোলার।


সর্বশেষ সংবাদ