ইন্টার্নশিপ নিয়ে গড়িমসি, বাকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদে তালা

০৭ মে ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৮ PM
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে তালা দিয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে অনুষদের ডিন কার্যালয় ও অনুষদে প্রবেশের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তালা লাগানোর কারণে শিক্ষকরা অনুষদের ভেতরে আটকে পড়েছেন এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে যায়।

আজ বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এসব পদক্ষেপ নেন। 

শিক্ষার্থীরা দাবি করেন, ‘যেহেতু ইন্টার্নশিপকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, সে ক্ষেত্রে এই ইন্টার্নশিপের আওতায় আমাদের সব অধিকার ও সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা আবশ্যক।’

শিক্ষার্থীরা বলেন, ‘চলতি বছরই কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে প্রথমবারের মতো ইন্টার্নশিপ কার্যক্রম চালু হতে যাচ্ছে। একইভাবে অন্যান্য অনুষদেও এ বছর প্রথমবার ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হচ্ছে। তবে অন্যান্য অনুষদে ইন্টার্নশিপের উদ্বোধন, সময়সূচি ও ভাতাসহ সব বিষয়ে বিস্তারিতভাবে শিক্ষার্থীদের জানানো হলেও, কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো তথ্য পাননি। কেন শুধু এই অনুষদের শিক্ষার্থীদের এমন তথ্য থেকে বঞ্চিত রাখা হয়েছে, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট শিক্ষকরা।’

আরও পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার শেষ দিন আজ

তারা জানান, চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের সমাপনী পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শেষ হলেও এখনো ইন্টার্নশিপ সংক্রান্ত কোনো তথ্য শিক্ষার্থীদের জানানো হয়নি। এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো নোটিশ প্রকাশ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানাযন, ‘চাকরি ও বাস্তব অভিজ্ঞতার দিক থেকে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এ বিষয়ে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও গড়িমসিতে আমরা চরমভাবে হতাশ ও বিরক্ত। চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি ৫ ক্রেডিটের একটি ইন্টার্নশিপ কোর্সও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য বা দিকনির্দেশনা আমরা পাইনি।’

আরও পড়ুন: ভাড়া করা স্ক্যানারে চলছে এসএসসির ফল প্রস্তুতের কাজ

এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘অন্যান্য অনুষদ ইন্টার্নশিপের ভাতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন বছর আগেই চিঠি দিয়েছিল। তবে আমাদের অনুষদ এ বছরই প্রথমবার এ বিষয়ে চিঠি দিয়েছে, যেখানে চলতি বছরের ভাতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, আগামী বছর থেকে ভাতার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসি এ বছর ইন্টার্নশিপ বাবদ কোনো ভাতা দিচ্ছে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ইউজিসি থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না আসায় আমি শিক্ষার্থীদের কিছু জানাতে পারছি না।’

তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?
  • ১৯ জানুয়ারি ২০২৬
আসিফ মাহমুদের বিচার হবে বাংলার মাটিতে : নাছির
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘সার্কের ভাবনাই প্রমাণ করে, জিয়া একজন বিশ্ব নেতা’
  • ১৯ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নায়েবে আমিরকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9