শেকৃবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক কর্মসূচি পালিত

‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি উপলক্ষে র‍্যালি বের করা হয়
‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি উপলক্ষে র‍্যালি বের করা হয়  © টিডিসি

‘আমি পরিষ্কার তো দেশ পরিষ্কার’ প্রতিপাদ্য সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।  দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করা প্রভৃতি। 

আজ রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি এ কর্মসূচির র আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ১০টায় একটি র‍্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক মো. আখতার হোসেন, বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নূর জামাল, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ অন্য কর্মচারীরা।

আরও পড়ুন: শেকৃবির পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

কর্মসূচিতে কর্মচারী কল্যাণ সমিতির প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেযন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও মসজিদসহ একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনের আশেপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং যথাস্থানে ময়লা আবর্জনা ফেলতে সবাইকে উৎসাহিত করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

এ সম্পর্কে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নূর জামাল বলেন, ‘ক্যাম্পাস আমাদের নিজের। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজাতে। আমরা নিজেরা যদি সচেতন হই, আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে ক্যাম্পাসটা অনেক সুন্দর হবে। আমাদের কার্যক্রম দেখে সকলে যাতে উদ্বুদ্ধ হয়, এটাই আমাদের চাওয়া।’ 

তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গু অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা যেন দৃঢ়ভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, এ জন্য আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান।’ এ ছাড়া এক মাস পরপর এমন কর্মসূচি আয়োজন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence