শেকৃবির পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের সঙ্গে কলেজ অব প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়না এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ নভেম্বর (শনিবার) শেকৃরি উপাচার্য কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবির পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ । শুরুতে তিনি কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানান এবং আন্তরিক অভিনন্দন খঁচিত ক্রেস্ট প্রদান করেন। চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় দেশ যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিনিময় ও সম্প্রসারণের দ্বার উম্মোচিত হলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সম্মানিত অথিথি হিসেব উপস্থিত ছিলেন শেকৃবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন, আইকিউএসির পরিচালক ড. মো. রজ্জব আলী, জৈষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, শেকৃবি গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম এবং কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়েনসিয়েং যাও, অধ্যাপক ড. জিহং লি এবং সহযোগী অধ্যাপক ওয়েন লি।