শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেট এবং পরে সেখানে থেকে মুক্তমঞ্চ হয়ে আব্দুল জব্বার মোড়ে যায়। এরপর সেখানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এসময় ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, বিচার চাই’ 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে',  ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম‘ সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘কোটা প্রথা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। আমরা মেধার মূল্যায়ন চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে । আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং কোটা প্রথার অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’


সর্বশেষ সংবাদ