শেকৃবিতে দ্বিতীয় ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা  © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩। শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের তৃতীয় তলার করিডোরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইএসএইড(USAID) এর অর্থায়নে ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (NVDC) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলামের সভাপাতেত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং অনুষদের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা। 

অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডে ২৭টি দলে শেকৃবির ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে মোট ১০২.৪ মার্ক পেয়ে প্রথম হয়েছে টিম 'ভেট বয়েজার্স'। বিজয়ী দলের সদস্যরা হলেন রুবেল ইসলাম, বিজয় কুমার শাহ, নুসরাত ফারাহ লাবণ্য, রাবেয়া আক্তার এবং তাশরীফ উল্লাহ। 

বিজয়ী দলের সদস্য লেভেল-৫ এর শিক্ষার্থী রুবেল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারবো ভেবেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ফাইনাল রাউন্ডে আমরা দলগতভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, টেরিনারি শিক্ষাকে আরও যুগপোযোগী ও আধুনিক করতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও কাজ করবে। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে যেমন দক্ষতা বৃদ্ধি করেছে তেমনি নিজেদের ট্যালেন্ট যাচাই করতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।

এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

উল্লেখ্য, গতবছর অনুষ্ঠিত প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াডে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ দলের মর্যাদা লাভ করেছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম 'সুপারবাগ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence