বাকৃবির চার শিক্ষার্থীর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

মাহফুজা আক্তার মিষ্টি, মো. মিলন হোসেন, ইবনুল ফাইয়াজ ও জিসান মোস্তাসিন
মাহফুজা আক্তার মিষ্টি, মো. মিলন হোসেন, ইবনুল ফাইয়াজ ও জিসান মোস্তাসিন  © সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস থেকে সমাজ উন্নয়ন ও সমাজসেবামূলক কাজের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারজন শিক্ষার্থী সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন, ২০১৯ সালের প্রার্থী রোভার মাহফুজা আক্তার মিষ্টি, ২০২১ সালের প্রার্থী রোভার মো. মিলন হোসেন, রোভার ইবনুল ফাইয়াজ ও রোভার জিসান মোস্তাসিন।

গত বুধবার ( ১৬ নভেম্বর) বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্যের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পর্যায়ের মূল্যায়নের ফলাফল প্রকাশিত করা হয়। খুব শীঘ্রই পুরষ্কার প্রদানের তারিখ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ স্কাউটস এর রোভার অঞ্চল থেকে অংশগ্রহণকারী রোভারদের মধ্য থেকে বাকৃবির রোভার স্কাউট গ্রুপ থেকে ৩ জন রোভার ও ১ জন গার্ল ইন রোভারসহ সারা বাংলাদেশ থেকে মোট ২৮ জন কৃতকার্য হয়।

অনুভূতি ব্যক্ত করে রোভার মো. মিলন হোসেন বলেন, স্বীকৃতি সব সময়ই কাজের প্রতি আগ্রহ, উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও বাতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ স্থগিত

জানা যায়, এই অ্যাওয়ার্ড অর্জন করতে হলে একজন রোভারকে টিকাদান কর্মীর কাজ, পুষ্টি স্যালাইন ব্যাজ ও শিশু স্বাস্থ্যকর্মীর কাজ করে ৩টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। সেই সঙ্গে সমাজ উন্নয়ন সংক্রান্ত প্রকল্প যেমন, বৃক্ষরোপণ, রাস্তাঘাট ও সাকো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গারবেজ পিট স্থাপন, স্যানিটেশন, স্কুল-কলেজ মসজিদ মন্দির মেরামত ও সংস্কার, নিরাপদ পানি পান ও বিশুদ্ধকরণ, নার্সারি, পরিবেশ উন্নয়ন, উন্নত চুলা, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কিচেন গার্ডেন ইত্যাদি থেকে যে কোনো ৪টি প্রকল্প সম্পন্ন করতে হয়।

উল্লেখ্য, কিশোর-যুবকদের একটি স্বাস্থ্যকর সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কীম চালু হয়। এতে ১৯৯৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ২০১৮ সাল পর্যন্ত ৮৫১ জন স্কাউট এবং ১৫৫ জন রোভার স্কাউটসহ মোট ১০০৬ জন ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এর আগে বাকৃবি রোভার স্কাউট গ্রুপ থেকে ১৭ জন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence