ফেসবুকে মন্তব্য, পাতা ছিড়ে ও মাদকে বহিষ্কার শেকৃবির চার ছাত্র

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  © টিডিসি রিপোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্টোরি শেয়ার ও সজনে গাছের পাতা ছেঁড়া নিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের কারণে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এক শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনিক ভবনে প্রবেশ করলে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তারা ভবনের অবস্থান নিয়ে স্লোগান দিয়ে প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত সবার পদত্যাগ দাবি করেন।

জানা গেছে, শিক্ষকদের সম্পর্কে ফেসবুকে 'কুরুচিপূর্ণ' মন্তব্যের অভিযোগে কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র মো. শাকিলুজ্জামানের ভর্তি বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ফেসবুকে স্টোরি শেয়ার করায় কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় সরকারকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। তিনি বলেছেন, কোনো শিক্ষককে উদ্দেশ করে তিনি স্টোরি শেয়ার করেননি। কৌতুক করতে স্টোরিতে ছবি দিয়েছিলেন।

আরো পড়ুন: ওবিই কারিকুলায় পড়তে হবে খুবির নতুন শিক্ষার্থীদের

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সাগর দাস ও মো. রায়হান আলিককেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সহকারী প্রক্টর আবদুল কাইউমের বাসার পাশের গাছ থেকে সজনে পাতা ছেঁড়া নিয়ে দুর্ব্যবহারের অভিযোগে সাগর দাসের ভর্তি বাতিল করে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেননি, বাগ্‌বিতণ্ডা হয়েছে। শিক্ষক পরিচয় পেয়ে পর ক্ষমা চেয়ে চলে আসেন।

নেতিবাচক মন্তব্যের অভিযোগ অস্বীকার করে শাকিলুজ্জামান বলেন, করোনাকালে কেউ প্রোফাইলে ঢুকে অশালীন মন্তব্য করে। তাৎক্ষণিক মন্তব্যটি মুছে দিয়ে হ্যাক হওয়ার কথা সবাইকে জানান। কারণ দর্শানোর নোটিশের জবাবে এ জন্য দুঃখ প্রকাশ করেন।

এ ছাড়া মাদক পরিবহন ও সেবনের অভিযোগে সিড টেকনোলজির স্নাতকোত্তরের শিক্ষার্থী আশিস সূত্রধরকে শেকৃবি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হলে গাঁজা সেবন করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ