ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে

১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ AM
নিটোরের লোগো

নিটোরের লোগো © টিডিসি সম্পাদিত

বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিতে আবেদন শুরু হচ্ছে আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ৪ (চার) বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদি এ কোর্সের আবেদন অনলাইনে করতে হবে। এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা
বাংলাদেশের যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড (কারিগরী শিক্ষা বোর্ড ব্যতিত) অথবা দেশের বাইরের যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে এস.এস.সি/দাখিল এবং এইচ.এস.সি/ আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ (আট) পয়েন্ট পাইতে হইবে এবং আলাদা ভাবে নুন্যতম জিপিএ ৩.৫ পয়েন্ট থাকিতে হইবে। 

উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ (সাত) পয়েন্ট পাইতে হইবে এবং আলাদা ভাবে নুন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট থাকিতে হইবে। যে সকল প্রার্থী ২০২২ সালের পূর্বে এস.এস.সি এবং ২০২৪ সালের পূর্বে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ন হইয়াছেন, তাহাদের আবেদন করার প্রয়োজন নাই।

আবেদন করার নিয়মাবলী
অনলাইন আবেদন https://nitorbd.bigmsoft.com লিংক এর মাধ্যমে করিতে হইবে। অনলাইনে আবেদন শুরুর পূর্বে আবেদন ফি এক হাজার টাকা ‘COURSE CO-ORDINATOR PHYSIOTHERAPY’ চলতি হিসাব নং ‘০২০০০০১৭৬৭২৭৪’, অগ্রণী ব্যাংক পিএলসি, শ্যামলী শাখা, ঢাকা এর অনুকূলে বাংলাদেশের অগ্রনী ব্যাংকের যে কোন শাখায়/অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করিতে হইবে। জমা রশিদের উভয় অংশে প্রার্থীর নাম ও আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বার উল্লেখ করিতে হইবে। কোন প্রকার পে-অর্ডার/চালান কপি গ্রহণ করা হইবে না।

অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, jpg), এবং ব্যাংকের সীল ও স্বাক্ষর যুক্ত জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, jpg) আপলোড করিতে হইবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথ ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করিতে হইবে।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু- ১০/০১/২০২৬
আবেদনের শেষ সময়- ২৮/০২/২০২৬ ইং (রাত ১২টা) পর্যন্ত
প্রবেশপত্র সংগ্রহ- ২৯ মার্চ হইতে ২ এপ্রিল (রাত ১২টা) পর্যন্ত।
ভর্তি পরীক্ষা- ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায়। সময়কাল ১ ঘন্টা।

স্থান- ১) আগারগাঁও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ ও ২) আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা। প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলীঃ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৯ মার্চ হইতে ০২ এপ্রিল (রাত ১২টা) পর্যন্ত https://nitorbd.bigmsoft.com হইতে ডাউনলোড করা যাইবে। ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপি সহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হইতে হইবে।

ভর্তি পরীক্ষার নিয়মাবলী
পদার্থ বিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন-৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান-১০ নম্বর সর্বমোট ১০০ (একশত) নম্বরের ভিত্তিতে এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হইবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হইবে। প্রার্থীদের এস.এস.সি-তে প্রাপ্ত গ্রেড পয়েন্টের সাথে ৮ এবং এইচ.এস.সি-তে প্রাপ্ত গ্রেড পয়েন্টের সাথে ১২ গুন করিয়া ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হইবে। প্রাপ্ত নম্বর সমান হইলে এইচ.এস.সি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হইবে।

ভর্তির নিয়মাবলী
ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ পত্র, নম্বর পত্র, শারিরীক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস), ছবি এবং আনুষঙ্গিক মূল কাগজপত্রাদি অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হইবে। অত্র প্রতিষ্ঠানে কোন আবাসিক হল ব্যবস্থা বিদ্যমান নাই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা এবং কোর্স সমাপ্তির পরে ১ (এক) বছর ইন্টানশীপ প্রশীক্ষণ গ্রহন করিতে হইবে (ইন্টার্ন ভাতা প্রদান করা হয় না)। 

ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গন্য হইবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার ভাতাদি (টিএ,ডিএ) প্রদান করা হইবে না। প্রয়োজনে যোগাযোগঃ ০১৬১৫৫৭৭৩২২, ইমেইল- bpt.admission.nitor222@gmail.com

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9