ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ © লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজে গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। এরমধ্যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি নির্দেশিকা ভর্তির ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রকাশিত হয়েছে।
এবার একই দিনে ইউনিট দুটির আবেদন ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ওয়েবসাইটের তথ্য মতে, আগামী ১৪ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৪ এপ্রিল ইউনিট দুটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে ইউনিট দুটির ভর্তি পরীক্ষা। ৪ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রযুক্তি ইউনিটের এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অধীনে একটি সরকারি কলেজ (গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স) এবং ৫টি বেসরকারি কলেজ রয়েছে। অপরদিকে প্রযুক্তি ইউনিটের অধীনে বর্তমানে ৩টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। যেগুলো হল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।