জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯ টার আগেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতোমধ্যে ‘ডি’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা ইতোমধ্যে ফলাফল তৈরির শেষ করেছি। আমরা আশা সবকিছু ঠিক থাকলে আজ রাত ৯ নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা যাবে।
এ বছর ‘ডি’ ইউনিটের দুই দিন ধরে মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
ভর্তি পরীক্ষা শুরু হয় ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে। ইতোমধ্যে ‘সি’ ‘বি’ ‘সি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রকাশিত হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর আইবিএ-জেইউ ও ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের একাংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৯ ডিসেম্বর এ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফল দেখুন এখানে।