২০২১ থেকে ২০২৫—পাঁচ বছরে একই কলেজ থেকে মেডিকেলে চান্স ২২৫ শিক্ষার্থীর

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ  © সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই নিয়ে গত পাঁচ বছরে এই কলেজ থেকে মোট ২২৫ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন।

জানা গেছে, এ বছর মেডিকেলে চান্স পাওয়া ৪৫ শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী। সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা কর্তৃপক্ষের। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রংপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নোয়াখালী, টাঙ্গাইল, নওগাঁ, রাজশাহী, চট্টগ্রাম, সোহরাওয়ার্দী ও দিনাজপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি ডেন্টাল ইউনিটেও কয়েকজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রকাশিত ফলাফল থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তবে পুরো তথ্য এখনও পায়নি, এ সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

কলেজ সূত্র জানায়, ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন এবং ২০২১ সালে ৪০ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন।

‎কলেজের  শিক্ষকরা জানিয়েছেন, নিয়মিত ক্লাস, মানসম্মত পড়াশোনা, মাসিক ক্লাস পরীক্ষা ও ফলাফলের মুল্যায়ন। সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাছাই করে এগিয়ে নেয়ার জন্য বিশেষ ব্যাবস্থাপনা গড়া হয়। এক কথায় সারা বছরই শিক্ষার্থীরা শিক্ষকদের টাচে থাকে। আর এতেই ধারাবাহিক ভাবে সাফল্য এসেছে। তবে এই সংখ্যা আরও বাড়বে।  শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ফিরলেই বোঝা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence