ঢাবিতে ভর্তি আবেদনে এইচএসসির পরিবর্তিত জিপিএ সমন্বয় কীভাবে

১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৩ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজ শেষ হচ্ছে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজ শেষ হচ্ছে © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে। গত ১৬ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও পরে তিনদিন বাড়ানো হয়। এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ করা শিক্ষার্থীদের এ জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। যাদের জিপিএ পরিবর্তন হওয়ায় যোগ্যতা অর্জন করেছেন, তারা এ তিনদিন আবেদনের সুযোগ পেয়েছেন।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে, আগে আবেদনের যোগ্যতা না থাকলেও এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের পর অনেকের জিপিএ বেড়েছে। এতে যোগ্যতার শর্ত পূরণ হলে তারা আজ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগেই আবেদন করা অন্যদের জিপিএ অটোমেটিক সমন্বয় হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম আজ বুধবার (১৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যাদের জিপিএ পরিবর্তন হওয়ায় শর্ত পূরণ করেছেন, তারা এখন আবেদনের সুযোগ পাচ্ছেন। আর যারা আগে আবেদন করলেও জিপিএ পরিবর্থন হয়েছে, তাদের জিপিএ ওয়েবসাইটের সিস্টেমে অটোমেটিক সমন্বয় হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আজই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। এইচএসসিতে পাস কম হওয়ায় এবার আবেদনও গতবারের চেয়ে কম। আজ রাত পর্যন্ত সুযোগ থাকায় আরও কিছু আবেদন পড়বে।’

ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য এ পর্যন্ত পাঁচটি ইউনিটে ২ লাখ ৬৬ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসেবে গতবারের তুলনায় এবার অর্ধলক্ষাধিক কম আবেদন পড়েছে। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। 

এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন। আজকের দিনের বাকি সময়ে আরও কিছু আবেদন পড়বে। সবমিলিয়ে এবার গতবারের চেয়ে ৬০ হাজারের বেশি আবেদন কমবে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ আজই, আবেদন কমছে অর্ধলাখ

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত এক ইউনিটে সর্বোচ্চ বিজ্ঞানে ১ লাখ ১২ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৬১টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন প্রায় ৩৬ জন।

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ৩৩ হাজার ৪০০টি। আসনপ্রতি আবেদন প্রায় ৩২টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৬ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ৪৬টির বেশি আবেদন পড়েছে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার। আসনপ্রতি আবেদন প্রায় ৭৫টির বেশি।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষার্থীকে আবেদনকৃত ইউনিট-এর আবেদন ফি প্রাপ্তি রশিদ বুঝে পেয়েছে কিনা, তা নিশ্চিত হতে অনুরোধ করা হচ্ছে। আবেদনের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর, আর কোনোভাবেই পেমেন্ট করার সুযোগ থাকবে না। 

রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি-ট্রাক সংঘর্ষ, চার সেনাসদস্য আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেননি বিএনপির নেতাকর্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9