ঢাবির বিশেষ মাইগ্রেশন শেষ আজ, শূন্য আসনে নতুন শিক্ষার্থীর সুযোগ

০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরও দুই ইউনিটের কিছু আসন শূন্য রয়েছে। এসব আসনে বিশেষ মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ শনিবার (৯ আগস্ট)। এরপর শূন্য আসনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হবে। ইতিমধ্যে একটি ইনস্টিটিউটে ভর্তির জন্য শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।

বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব শিক্ষার্থীর অটোমাইগ্রেশন চালু রয়েছে, তারা বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

গত ৪ আগস্ট হতে শুরু হওয়া এ প্রক্রিয়া আজ ৯ আগস্ট শেষ হবে। অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। যদি কোনও শিক্ষার্থী অনলাইনে ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করেন, তিনি তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তাকে বিবেচনা করা হবে না।

মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের বরাদ্দ ও ভর্তি স্বংংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তার বাতিলকৃত আসনে অন্য কোন শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: হল রাজনীতি নিষিদ্ধের পর মধ্যরাতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ 

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শুন্য আসনগুলোয় বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে সে বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচ্য হবে না। বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচ্য হবেন না।

এখানে উল্লেখ্য যে, শুধু ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলোয় ৫০ শতাংশের অধিক আসন খালি রয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে এ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত তিনটি বিষয়ের ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল করে ভর্তি পরীক্ষায় রসায়ন ও গণিত এ ৭ নির্ধারণ করা হয়েছে।

এ অবস্থায় নতুন করে যারা যারা ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য বিবেচ্য হবেন, তাদের পছন্দক্রমের শেষ তিনটি বিষয় যথাক্রমে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং দেয়া হয়েছে। পূর্বে বিষয় পছন্দক্রমে না থাকার জন্য যারা লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য মনোনীত হননি, তাদের নতুন করে বিষয় মনোনয়নের সুযোগ তৈরি হয়েছে।

বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9