সাত কলেজ ভর্তিতে আসন নির্ধারণ, মন্ত্রণালয়ের চিঠিতে যা আছে

২৯ জুলাই ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় আসন সংখ্যা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোর অবকাঠামো, শিক্ষকসংখ্যা ও একাডেমিক সক্ষমতা বিবেচনায় রেখে যৌক্তিকভাবে আসন নির্ধারণের কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে বিষয়ভিত্তিক ছাত্র ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব কলেজের বিদ্যমান ক্যাম্পাসের আকার, ভবন, ক্লাসরুম ও ল্যাব সুবিধাসহ অবকাঠামে সুযোগ-সুবিধা, শিক্ষক ও জনবলের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত যৌক্তিকভাবে আসন সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। সক্ষমতার সাথে সামঞ্জস্যবিহীন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ আগস্ট থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারে।

ভর্তি আবেদন শুরু হবে ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬