আইইউটি ভর্তি পরীক্ষায় সেরা তিন যারা 

সেরা তিন যারা 
সেরা তিন যারা   © টিডিসি সম্পাদিত

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

এ ভর্তি পরীক্ষায় শীর্ষ ৩ জনের তালিকা প্রকাশ করা হল। আইইউটি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা তিন হলেন যারা— প্রকাশিত ফলে সবার সেরা হয়েছেন তাকিয়া তাসনিম। তিনি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। 

এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মো. সাদমান সামি। তৃতীয় স্থান অধিকার করেছেন আহসান মোহাম্মদ মাহিন। তিনি রাজধানীর সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী। 

আরো পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

এর আগে এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জনের স্থান হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), আসন ১২০; বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), আসন ৬০; বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ১৮০; বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আসন ১২০; বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ), আসন ৬০; বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), আসন ১২০; বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ–টিএম), আসন ৬০ ও ব্যাচেলর অফ সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন (বিএসসিটিই), ৩০টি আসন রয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence