ভর্তি পরীক্ষার্থীরা © টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) ২১ টি কেন্দ্রে বিকেল ৪ টায় শুরু হয়েছে। পরীক্ষা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৫৪ জন।
এই বিষয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের জন্য সব গুলো কেন্দ্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষাকে সামনে রেখে জুমার নামাজের সময় ১ টা ১৫ মিনিটে এগিয়ে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কেন্দ্র পরিদর্শকরা ১১ টার মধ্যে তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে গেছেন।'
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৪১ জন।