পরীক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন সংগঠনের হেল্প ডেস্ক, দিচ্ছেন চিকিৎসা সহায়তাও

বিভিন্ন সংগঠনের তথ্য সহায়তা কেন্দ্র
বিভিন্ন সংগঠনের তথ্য সহায়তা কেন্দ্র  © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন সংগঠনের পক্ষ দেওয়া হয়েছে ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র। সংগঠনগুলো তথ্য সহায়তার পাশাপাশি আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দিচ্ছেন চিকিৎসা সেবা, খাবার পানি, স্যালাইন ও ঔষধ। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রধান ফটকের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বুথ বসিয়ে এ সেবা দিচ্ছেন।

শিক্ষার্থীদের সহায়তায় বুথ বসিয়েছেন উল্লেখ্য যে সংগঠন হলো- আল কুরআন অ্যান্ড ক্যালচারাল স্ট্যাডি ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি লাইব্রেরি, বাঁধনসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে অভিভাবক বিশ্রাম কেন্দ্র। 

আল কুরআন অ্যান্ড ক্যালচারাল স্ট্যাডি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মো. তাসনীম বিল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারপাশের জেলা গুলো থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন। এ রৌদ্রময় দিনে তাদের পরীক্ষা দিতে সহজতর হয় তার জন্য আমাদের এই আয়োজন। আমরা তাদেরকে তথ্যের পাশাপাশি পানি দিচ্ছি। কোনো পরীক্ষার্থী অথবা অভিভাবক গরমের মধ্যে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য আমরা মেডিকেল টিম রেখেছি। এছাড়াও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই এভাবেই একে অন্যকে বিভিন্ন স্থানে সহায়তার মাধ্যমে যে নতুন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি গত ৫ আগস্টের পর তা বাস্তবায়ন হবে।’

গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের জন্য পানি, চিকিৎসা সেবা এবং কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য কাজ করেছি। পরীক্ষার্থীরা যেন ভয়হীন ভাবে ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে এবং আগামী পরীক্ষাতেও কাজ করবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence