রুয়েটে ভর্তির বিভাগ পছন্দক্রম শেষ হচ্ছে আজ

১৫ মার্চ ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM
রুয়েট লোগো

রুয়েট লোগো © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত সকল প্রার্থীর বিভাগ পছন্দক্রম আজ শনিবার (১৫ মার্চ) শেষ হচ্ছে।  রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত অনলাইনে বিভাগ পছন্দক্রম প্রদান করা যাবে বলে জানা গেছে।  

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম সাক্ষরিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য ১৩টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে, তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণের কোন প্রয়োজন নাই। ‘Online Choice Form’ এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম আজ শনিবার (১৫ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিবর্তন করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে ভর্তির জন্য নির্ধারিত বুথে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৯ মার্চ প্রথম পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের স্ব-শরীরে নিরীক্ষা বোর্ডের নিকট উপস্থিত হতে হবে। যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাইপূর্বক জমাদানের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরের দিন অর্থাৎ ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০ টাকা রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় একই দিন দুপুর ২টায় মধ্যে জমা প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোন প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একইদিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লিখিত ব্যাংকে জমা দিতে পারবে।

ট্যাগ: রুয়েট
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬